যখন সূর্যটা অস্ত যায়
        


জ্যৈষ্ঠের প্রচন্ড রোদ্রের প্রখরতা-
   উষ্ণটা নিস্তেজ ঠান্ডা প্রায়,
খা-খা রোদ্রের তেজটা কোথায় যেন
    মিলে গেছে সন্ধার আগমনে।


ঠাণ্ডা ঝিরঝির বাতাস বহিতেছে-
   তৃষ্ণার্ত পথিক হাফছেড়ে চলছে,
বিলের সাদা বলাকা ছূটে চলছে
    যার যার আসল ঠিকানায়।


গাঁয়ের শেষে দিগন্ত নেমে আসছে-
    রাখাল গরুরপাল নিয়ে,
আপনালয়ে ছুটছে তরিঘড়ি করে
    প্রকৃতি নিঃশব্দ নিস্তেজ।


অপরাহ্নে মাঠে ঘুরতে আসা-
   প্রেমিকযুগল প্রেমের গল্পে মত্ত,
হয়তঃ সন্ধার আড়ালে আড়ালে
  নিজেকে লুকিয়ে যাবেআপনালয়ে।


পশ্চিমাকাশে চেয়ে দেখি সূর্যটা-
    শশাতলার গাঁয়ের পাশে,
অর্ধেকারে ডুবে যাচ্ছে ভয়ে ভয়ে
    কাব্য লেখাও কথা শেষপ্রান্তে।