যদি ভালোবাসতে চাও (২০৫৬)
এম,এ,সালাম( সুর ও ছন্দের কবি)
১৯-০২-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹            
ভালোবাসা হয়না কখনো তিথি দিনক্ষণ মেনে
কাউকে ভালো বাসতে হলে আগে নেও চিনে।
চৌদ্দই ফেব্রুয়ারী নয় তো ভালোবাসার দিন
দেশকে ভালোবেসে পারলে কমাও আগে ঋণ।
ভালোবাসা  নয়তো পার্কে অশ্লীল বেহায়াপনা
মা-বাবাকে বাসলে ভালো কমবে ঋণের দেনা।
গর্ভধারিণীকে শ্রদ্ধা কর মনের ভালোবাসা দিয়ে
ভ্যালেন্টাইনে ভালোবাসা ছাড় পার্কে রাস্তা গিয়ে।
ভালোবাসা মনের আশা স্বাদের প্রকাশ করার নয়
সৃষ্টির সেরা মানুষের যে হয়েছে নৈতিক অবক্ষয়।
ভালোবাসা দিয়ে জয় কর বন্ধু সুন্দর পৃথিবীটারে
মরেও তুমি অমর হইবে রবে সব মানুষের অন্তরে।
আগ্নেয় অস্ত্রের চেয়ে মারনাস্ত্র ভালোবাসার শক্তি
ভালোবেসে করলে জয়  মনের  বাড়বে আত্মতৃপ্তি।
মন দিয়ে মন জয় কর সামনে কাটবে সকল বাঁধা
কেউ ভালোবাসতে না পারল সে আস্ত একটি গাঁধা।
ভালোবাসা দর্শীয়ে দাও সকল ভালো কাজ কর্মে
নীতিগত ভালবাসায় আছে সকল ভালো ধর্মে।
ভালোবাসা প্রকাশ করো না ওই পিকনিক স্পটে
এমন ভালোবাসা মানুষের নৈতিক অবক্ষয়?হ
ভালো বাসা না করি প্রকাশ রাস্তা পিকনিক স্পটে,
এমন ভালো বাসা মানবের নৈতিক অবক্ষয় বটে।