স্ব্র্ণকারে গহনা গড়বে-
    শিক্ষক গড়বে ছাত্র,
ছুতোর তৈরী করবে যত
   কাঠের কাজ যত্রতত্র।


ধান কাটতে কুঠারের নীতি-
   কাঠ চেরাইতে কাঁচি,
অজ্ঞতার কর্মকান্ড দেখে
    বলে মরতে পারলেই বাচি।