যত গর্জে তত বর্ষে না (২২৯৫ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৭-১০-২০২৩ ইং
==================
কাজের চেয়ে গল্প অধিক
সংখ্যায় যদিও অল্প,
চায়ের আড্ডায় জনসমাজে
বলছে  অনেক গল্প।


উদ্ভট উদ্ভট গল্পের সিরিয়াল
মুখে বিতরণ করে মিষ্টি,
হাচায় মিছায় বলে বেড়াইতেছে
ওদের পুর্ব পুরুষের কৃষ্টি।


আয়নাতে ঐ পিছনের চেহারা
দেখে সু-চিন্তে গল্প বলুন,
ইতিহাসটা যে খুবই বিকৃতির
আগে সেই চিন্তাটা করুন।


বড় বড় কথা বলার যোগ্যতা
ওরা কোথা থেকে পাইলে,
ওই বিদেশীদের অসৎ সাহসে
আইনের বিপরীতে ধাইলে।


কালি মাখা অমোচন জীবনটা
সাবান ব্রাসে যাবে ধুইলে,
দীর্ঘ দিন দূরে থাকার কলঙ্ক
মুছে যাবে কোথায় থুইলে।


আকাশে যত গর্জে তত বর্ষিলে
দেশ হত পানিতে একাকার,
মাঠ ঘাট থাকতো বর্ষার পানিতে
জায়গা থাকতো না যাওয়ার।