হাজারো স্বপ্ন ভেসে উঠে-
   কালো চোখের কোনে,
ইহার বাস্তবতা হইবে কখন
   শুধুই আল্লাহ জানেন।


যাহা কিছু দেখি এই নয়নে-
    তাহাই পেতে চায়,
অধ্যবসায় ছাড়া কি কখনো
    স্বাদ কি পাওয়া যায়?


খ্যাতার নিচে শুয়ে স্বপ্ন দেখি-
    দশ তালার করছি বাড়ী,
ঘুমিয়ে আছি  পাশে নিয়ে
        বিশ্ব সুন্দরী নারী।


বিমানে চড়ে হানিমুনে যাই-
    কক্সবাজার সী   বিচে,
ঘুম থেকে জেগে দেখি গো আমি
     কুড়ের ঘরের নিচে।


এমনি ভাবে কত কিছু দোলে-
   আশারই চোখের কোণে,
আশা সে তো মরুচিকারে ভাই
    মিথ্যে রাতের স্বপ্নের ভ্রমে।