আমার স্ত্রীর দেখাভালের দায়িত্ব বল কার-  সচেতন স্বামী বেঁচে আছে এই ধরাতে যার,


ছেলে সন্তানের দেখাশোনার দায়িত্বটা কার-
    যাহার বাবা বেঁচে আছে দায়িত্বটা তার।


স্বামীর অভাবে যাহার স্ত্রী দুঃখ ভরে কাঁদে-
তাহার ভাগ্যে পরকালের কি যে শাস্তি হবে।


যার স্ত্রী জৈবিক চাহিদার কথা বলতে নাহি
                                            পারে-
সেই রকম স্বামী এই ধরাতে বেঁচে কি লাভ
                                          আছে ?                                                  


যাহার ছেলেরা বাবা বলে আদর নাহি পায়-
তাহার মত হতভাগা পিতা আছে নি ধরায়।


স্ত্রী তার মনের কথা স্বামীর কাছে খুলে বলে সেই স্বামী যদি স্ত্রীকে ফেলিয়া দূরে যায়
                                           চলে।
                                                    
মনের খোরাক মিটাতে পারে যোগ্যতম স্বামী    
সেই স্বামী যদি স্ত্রীর খবর কোন দিন রাখেনা
                                                
ছেলে সন্তানের সকল চাহিদা মিটাবে তার      
                                            পিতা-                                          
সেই পিতা যদি সন্তানের খবর রাখেনি যথা
                                           তথা।