আমরা স্বাধীন, নহী পরাধীন
করিনি ওদের ভয়,
মরন পন রণক্ষেত্রের মাঝে
হয়েছে মোদের জয় ।
স্বাধীনতার ডাকে ঝাপিয়ে পরে
জীবন দিয়েছেন যারা,
বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়ে
শহীদি পদ পেয়েছেন তারা ।
লাখো মায়ের বুক খালি করেছে
পশ্চিমা হানাদার বাহিনী,
মনে উঠাতে পারি না আজো
সেই হিংস্র হায়ানাগুলোর কাহিনী ।
মোদের বাংলা চির সবুজ
আর সোনালী ফসলে ঘেরা ,
ওদের অত্যাচার সহ্যই করেছি
মাথা তুলতে পারিনি মোরা ।
এক নদী রক্তের বিনিময়ে
আমরা স্বধীনতা করেছি অর্জন,
ঘৃনা ভরে তাই শোষন করা
শাসকদের চিরতরে করেছি বর্জন ।
একাত্তরে ওরা সারা বাংলাকে নাকি
ফেলেছিল একেবারে ঘিরে,
মুক্তিযোদ্ধার বয়স হলে আমার
একটাও যেতে দিতামনা ফিরে ।
আমাদের স্বাধীনতা এত সস্তা নহে
বড় চড়া দাম দিয়ে কেনা,
নিজেদের যা আছে তাই নিয়ে দাঁড়াবো
হবো না কারো কাছে আর দেনা ।
সত্যের পথে চলবো আমরা
দেখাবো সত্যের পথ,
স্বাধীনতার মান রাখিব বজায়
করেছি কঠিন শপথ ।
আমাদের স্বাধীনতা পেয়েছি যার উছিলায়,
তিনি শেখ মুজিবুর রহমান ,
সারা বিশ্বে পেয়েছিলেন যিনি
প্রাচুর্য, মান, সম্মান ।
স্বাধীনতার সুখে আমাদের
বুকে নেই পরাধীনতার রেশ,
গড়বো মোরা জাতির পিতা
স্বপ্নের সোনার বাংলাদেশ ।