ইচ্ছে করে ফের হাঁটি ওই মেঠোপথটা মাড়িয়ে
যতক্ষণ না আসছ তুমি থাকবো আমি দাড়িয়ে
তোমার হাঁটা তোমার হাসি তোমার চোখের ভাষা
যে যাই বলুক মোয়া নাড়ু কিংবা সর্বনাশা
তোমার বাড়ির পথটা ভীষণ বন্ধুর আর সংকুল
থাকছি তবু তোমার জন্য দিনকি রাত ব্যাকুল
ভুল করেছি তোমার জন্য গুণে গুণে সতেরোবার
ইচ্ছেহলে গোলাপ হাতে দাড়িয়ে যেতাম আরেকবার
তোমার পিছে ঘোরা হাঁটা ছিলো আমার মস্তভুল
সময়টা যা নষ্ট হলো ঝরে গেলো মাথার চুল
ফানুস তুমি মানুষ হয়ে দিলে নাযে আরধরা
স্বপ্নরা সব মলিন হয়ে থেকেই গেলো অধরা
এখন বড় আপসোস হয় করলেম যে এইভুল
গোলাপ হাতে নাদাঁড়ালে নিজেই হতেম গোলাপফুল