এই মধ্য রাতে
               কে তুমি নারী
                           আমার শিয়রে ,
প্রতীক্ষায় কী থাকিনি আমি  
                                          হাজার বছর ,
প্রস্তরযুগে , যৌবনে কৈশোরে বুকের ছাতি খুলে
হাতড়েছি কতো খড়কুটো ;
কোথায় ছিলে তুমি  
                      কোন বাগানে
                                       কার ঘরে
এসো এসো আমার কিশোরী তরুণী রমনী নারী
আলিঙ্গনে মেতে উঠি ,
অবগাহনে তৃপ্ত হই ,
তারপর তোমার কোলে মাথা রেখে আমার শান্তি
এই মধ্যরাতে আমার শিয়রে থাকা নারী