তারে আমি ভেবে চিনু অফুরান কাল
মাকড়ের মতো বুনি মায়ার এ জাল
রাতদিন এক করে গড়েছি ভুবন
গায়ে কভু লাগেনি যে দক্ষিণা পবন
সবুজ গাঁয়ে থাকি উননাসিক মন
ভালোবাসা অবহেলি সুহৃদ সে জন
বহু দূরএ গিয়ে করি সুখের খোঁজ
আজো তবু ভিজে কেন আঁখি হররোজ
ফুল ভেবে ভুল করে জটিল এ পথ
যায় চলে জীবনের পিপাসিত রথ
বয়সের চোখে দেখি সবই যে ধূসর
জমকালো আয়োজন রঙিন আসর
আশাহত মন আজ কিসের আশায়
বারবার ফিরে আসে আদি ভালোবাসায়