কোন এক পড়ন্ত বিকেলের
                                    আলোছায়ায়
তুমি প্রতীক্ষায় ছিলে ;-  
প্রতীক্ষায় ছিলে
কোন এক দুর্বিনীত ইচ্ছার ডাকে সাড়া দিয়ে , তারপর  
    প্রতীক্ষায়
         অপেক্ষায় কেটে যায় সময়
হঠাৎই
তোমার তুলতুলে অভিমান
প্রজাপতির ডানার মতো চঞ্চল হয়ে উঠে
ক্যান্ডলের মতো দ্রুত গলতে থাকে ঘড়ির কাঁটা
আঁটকে যায় সময় ডায়াফ্রামে
তুমি চলে গেলে ;
সেই থেকে
তোমার বাড়ির আঙিনায়
                               ঠায় দাঁড়িয়ে আছি
আমি এক অনন্ত প্রতীক্ষিত বন্ধু
দেবদারু ;  
পঁচিশ বছর কেটে গেলো