তোমার আরাধ্য হাত আর আঙ্গুলী
  মেতে উঠে সে কী নিপুণ খেলায়
                           এই অবেলায়
নিষ্প্রাণ বোতাম টেপে টেপে,- দেখ
অসহায় এ জীর্ণ টিভি
কখনো ভয়ে
                কখনো জয়ে
                              কখনো বা সংশয়ে
বেদেনীর খোজা সাপের মতো মন্ত্রমুগ্ধ
নেচে যায়
           একাকায়
                     এআশায়
তুমি এসে ছোঁয়া দিয়ে সাঙ্গ করবে খেলা