তবু এতো ভয় কীসে শুনি
এই অবেলায়
তোমার হাত তো দেখি প্রায়ই শূন্য
                     আথবা শূন্যের ঘরে
কই দিলে  
         এতোটুকু
                      অধিকার
                                     সেই সুদূরে
পিঁপড়ের মতো হন্যে হয়ে খুজেছি কাঙাল , -  শুধু
এহাত ওহাত লুকিয়েই গেলে
রুহিতন  !  
আমার আরাধ্য তাজ
পড়ে ছিলে অযত্নে রাজার ঘরে
                                     হয়তো লকারে
এই অবেলায়
তুমি আর কীইবা দিতে পার শুনি  
তোমার তো হাত দেখি প্রায়ই শূন্য
                 অথবা শূন্যের ঘরে