আমাদের সম্পর্ক অনেকটা
রেললাইনের যুগল পাতের মতো চিরন্তন আবর্তে
অনন্তকাল পাশাপাশি বহমান
                             অথচ নিরাপদ দূরত্বে ;-
তুমি আমার নিশ্বাস শুনতে পাও
আমি তোমার বুকে কাষ্ঠ দহন, - তবু
দুজনার বুকেই বহমান বিরতিহীন সোনার বাংলা
                                      এক্সপ্রেস এখন
আমরা জানালায় ধাবমান প্রকৃতি দেখি
সেই অতীত, সেই হাঁসি, সেই হাঁটাহাঁটি
                                      সেই উর্বর সময়    
          যদি স্মৃতিতে
                              অতীতে
                                         ক্লান্তিতে আথবা
চোরা সুরের টানে
আমরা একাকার হয়ে যাই কখনো , ছুঁয়ে যাই  হাত
তবে
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন লাইন চ্যুত হয়
                                          এই ভয়
আমরা ত্রস্ত থাকি দিনরাত
অনন্তকাল বহমান দুটি অসহায়
                        সমান্তরাল পাত