বৃষ্টি নামুক এই শহরে।
প্রিয়তমা, তোমাকে খুঁজে খুঁজে ভিজিয়ে যাক,
মেঘেদের দল।


হঠাৎ বাতাস উড়িয়ে নিলে
প্রিয়  ছাতা।
উর্ধ্বে  তাকাও!
তোমার চোখের কাজল ধুয়ে,
বয়ে যাক শ্রাবণের জল।
কাক ভেজা তুমি,
কাকেদের দুঃখ নিয়ে ভাবতে শেখো।


বৃষ্টি নামুক এই শহরে,
তোমাকে নিয়ে সাত নম্বর বাস,
ডুবে যাক সাতাশের বন্যায়।
তুমি বুঝতে শেখো।
পথ বন্ধ করলে, জলও পথ আটকে দাঁড়ায়।