যখন আমার বেতনভুক্ত কর্মচারী,
আমার কাছে কাজের বিনিময়ে  ঘুষ চায়।
যখন আমার অপমৃত্যুতে দানবেরা দাঁত কেলায়,
তখন আমার বিবেক আমাকে রাজপথে নামতে বাধ্য করে।


হে রাজন,
তুমি সুশাসন দাও।
কথা দিচ্ছি আমি আর রাজপথে নামবো না।


যা আমার এমনিতেই পাওয়ার কথা কিংবা দেয়া তোমার দায়িত্ব।
সেটা বারবার চেয়ে নিতে ঘেন্না হয়।


আজ এ এদেশের কেরানী থেকে সেক্রেটারি,
সুইপার থেকে ডাক্তার।
সবাই দায়িত্বকে দয়া হিসেবে দেখে।


হে রাজন, দয়া নয় তুমি আমাকে ন্যায় ভিক্ষা দাও।
কথা দিচ্ছি আমি আর বিক্ষোভে যাব না।


তবে যতদিন এদেশে ন্যায় প্রতিষ্ঠা না হবে।
ততদিন আমি রাজপথে নামবো।
তা তুমি যতই চোখ রাঙাও।