আদরের লোভে অসুখের মত,
ইচ্ছেরা রোজ আসে কতশত।
ফেরানো ভীষণ দায়।
মাথার ভেতরে অসীম ভাবনা।
চেয়ে চেয়ে আর কত যে পাবোনা!
পুড়ে পুড়ে হই ছাই।


বাতাসের মত হতে চাই আমি।
বাসনা আমার নয় খুব দামী।
তবু পূরণের নয়।
বাঁধা পড়ে আছি স্মৃতির শেকলে।
ইচ্ছে বন্দী নিয়তির জালে।
আছে হারাবার ভয়।


আমি জানি যা, কেউ তা জানে না।
আমি-আমি করি, আমি তো আমি না।
আমি সেজে অভিনয়।
তত দূরে যাই, যত যাই কাছে।
আদরের লোভে অসুখেরা আসে।
এসে হয়ে যায় ক্ষয়।