আজ ফিরব আবার আমি,
বহু দিন পরে।
সুখের হিমেল হাওয়া,
বইবে অন্তরে।


আজ হাঁসব আবার আমি,
ছুটবে নদীর স্রোত।
যে হাসি থেমেছিল,
থেমেছিল যে স্রোত।


নীল আকাশে গাঙচীল -
উড়বে আবার।
বসন্তে কেকিলেরা -
গাইবে আবার।


মৌমাছি ফুলে ফুলে-
উড়বে আবার।
প্রকৃতিতে দেখা দেবে-
রঙের বাহার।


হেমন্তে শুরু হবে,
নবান্ন মেলা।
ধান কেটে গান গেয়ে -
কাটবে বেলা।


আসবে শীতের মাস-আসবে অতিথি হাঁস।
মিষ্টি খেজুর রসে-গরম পিঠার ভাঁপে,
দিন কাটবে আবার।
বহুদিন পরে আমি -
হাসব আবার।


থেমে থাকা ছোট নদী-
ছুটবে আবার।