তুমি "রাজা" -- আমি "প্রজা"
তোমার জুলুম -- আমার বোঝা ||
আমার রক্ত -- আমার ঘাম--
তোমার নির্মম অত্যাচারের নাম ||
আমার অর্থ-- আমার সব--
তোমার প্রাসাদ -- তোমার বৈভব ||
এসব কথা বলা সোজা--
কঠিন অতি এগুলো বোঝা ||
তোমার চাবুক-- আমার পিঠের দাগ --
তাইতো আমার তোমার পরে রাগ ||
সবাই মিলে তাইতো বলে--
"'রাজ তন্ত্র' নিপাত যাক!"
"'প্রজা তন্ত্র' বেঁচে থাক!"


এ চিঠি আজ মোড়া থাক--
                      অন্ধকারের খামে--
একদিন আমি পৌঁছে দেব --
                  যাবে তোমার নামে ||