যুবক যুবতীর যুগল প্রেম ভরা মুখ--


পরস্পরকে দিতে পারে এক রাত্রে যত সুখ--


-- এ তার চেয়ে অনেক বেশী সুখ ||


এ সুখ ছড়িয়ে থাকে আকাশে- আলোতে--


এ সুখ ভরিয়ে রাখে--সাদায়-কালোতে--


এ সুখ জড়িয়ে ধরে-- মন্দ আর ভালোতে ||


যখন জাগবে মন অকারণে--


আনন্দ ঘন মূর্তি সন্দর্শনে --


প্রেমের জোয়ার গোপনে --


কাঁদিও আপন মনে ক্ষণে-- ক্ষণে ||


আমার ভাষা জানেনা তোমার ভাষা--


আমার আশা সে তো তোমার-ই আশা --


আমার ভালোবাসা বোঝে তোমার ভালোবাসা--


                              অনুদিন--অনুক্ষণ||