যে জীবন গেছে চলে --


তারে কেন মিছে আঁকড়ে ধরো ?


যে ফুল গেছে গন্ধ ফেলে --


তারে কেন মিছে স্মরণ করো ||


জীবন তো এক   বহতা নদী --


যা কিছু আছে সকল-ই  যদি --


নিমেষে ঘাটে নামিয়ে দি --


রাতের তারায় পড়বে মনে "সপ্তপদী" ||


কতো দিন কতো ভাবে --


আকাঙ্ক্ষা সব  আকাশে হারাবে --


নিত্য তোমার হাবে ভাবে --


আনন্দ মোর প্রকাশ পাবে ||


যা ছিল তা আজ-ও আছে --


পৌঁছবে তো তার-ই কাছে --


ভাবনা মোর আর-- কী আছে --


নিজেরে যেন না হারাই পাছে ||