দেখতেই যদি না শেখালে তবে  কেনো গো দিলে দুটি আঁখি ?


রং ও তুলির পাগলামি কি এখনো আছে গো বাকি ?


কতো যে পাহাড় -- কতো যে সাগর --


কতো  যে বনানী -- কতো যে নগর --


                          মনে তেই একে  রাখি ||


দৃষ্টি যাক না কমে -- দৃষ্টি যাক  না চলে --


মনের মাঝে তে আঁকা আছে মুখ -- আমারই চোখের জলে ||


                            অন্ধকারে একাকী ||


আকাশ পানে কেনো যে চাই --


অন্তরে মোর সদাই যে পাই --


                              তোমার -আমার- মাখামাখি ||