আষাঢ় আলোয় সকল কাজের ফাঁকে --


আকুল হৃদয় শুধুই যারে ডাকে ||


কে জানে সে আসবে কবে --


মালা তাহার গাথা হবে||


মেঘ মেদুর এই বাদল সন্ধ্যায় --


তার-ই ছবি বুঝি হায়--


ভাসে যে হৃদয়ের জানালায় ||


কতো যে ভালো বেসেছিলাম--


কতোই নানা ছলে--


কতো যে আশা হারিয়ে গেল--


নীরব চোখের জলে ||


আকাশ কালো -- সেই তো ভালো--


বাদল ধারায় সব হারাল ||