আবার যেদিন উঠবে এমন চাঁদ--
ঘুচবে মনের সকল অবসাদ --
জ্যোৎস্না রাতে আনন্দের-ই স্বাদ --
                         বহিবে নিরালায় ||


আকাশ হবে আলোয় ভরা--
ঘরের কাজে নাইকো ত্বরা --
বনের পথে বকুল ঝরা --
                    স্নিগ্ধ সন্ধ্যায় ||


মেলবো দু' চোখ দূরের পানে --
বাসনা সব মনকে টানে --
চাইবো যা তা মন-ই জানে --
                  আমার উপাসনায় ||


তোমার আমার এই যে দেখা একান্তে --
কোলাহল-হীন অবসরের দিনান্তে --
মন দেওয়া নেওয়া অজান্তে--
                         বালুকা বেলায়||