"চরণ বৈ মধু বিন্দতে" --


"গতি - ই  জীবন গতির দৈন্য ই মৃত্যু" --


চলতে চলতে চরণ যুগল হয়েছে বড়ো ক্লান্ত --


ঊর্মি মুখর  জীবন সাগর ঘূর্ণি শেষে শান্ত ||


কতো যে পথ -- কতো যে  নদী --


পেরিয়ে এলাম জানতে যদি ||


কতো সাগরের কূলে কূলে --


তরী আমার ভাসে দুলে দুলে --


কতো যে মন সব খুলে খুলে --


        হাসি ঠাট্টা --


      অবাধ আড্ডা --


সুঘ্রাণ কতো নাম - না - জানা ফুলে ফুলে ||


পথ চলা আর কথা বলা --


পেরিয়ে এসেছি কতো জলা --


কতো গাং আর কতো "বিলা ব্ং"--


নামের বাহার "মাসকোনেটকং" ||


শেষ তো নেই -- শুধু-ই চলা --


আর তোমার সাথে কথা বলা ||