বসে আছি অন্ধকারে-
                 ফুটবে কখন ভোর--
আলোর আভাস উঠবে ফুটে --
                   খুলবো বন্ধ দোর ||


সাগর গেছে অনেক সরে --
আজ কে কেহ ই রবে না ঘরে --
কতো যে মজা এ অবসরে --
                চড়াই-ভাতির তোড়জোড় ||


খেলবো মোরা "বিচ-ভলিবল" --
করবো কতই কোলাহল --
পারলে খেল "বেসবল" --
                  কাউকে যেন কোরো না জোর ||


দিনের শেষে ঘরে এসে --
ক্লান্ত দেহে মৃদু হেসে --
পেয়ালা নিয়ে ভালোবেসে--
                আসবে ঘুমের ঘোর ||