ভাষার জন্য হাসিমুখে দিয়ে গেল যারা প্রাণ--
সকাল-সন্ধ্যা আজীবন আমি গাইবো তাদের গান ||


একুশের মঞ্চে একলা দাঁড়িয়ে--
                          এই কথা  যাবো বলে --
"ভুলিনি ভাই-রা তোমাদের সেই মহতী আত্মত্যাগ --
ভুলিনি কখনও মাতৃভাষার মর্যাদা !
                                   আর মাতা কে করিনি ত্যাগ" ||
    আজিকে আবার এসেছে "একুশে ফেব্রুয়ারী" --
বছরে বছরে -- জমেছে অন্তরে--
            কতো ক্ষোভ -- কতো গ্লানি --
মাতৃ ভাষায় দিয়েছি শিক্ষা--
এ নয় কোন বিদেশীর ভিক্ষা --
                 এ কথা আমি তো মানি ||


দেশ-বিদেশে আজ--
        বাঙ্গালীর সুস্থ সমাজ--
                  তবুও হৃদয় কেন যে আজ-ও ভারী ||