সেদিন  তোমায় দেখেছিলাম --


                   দাঁড়িয়ে আছ কত কাছে --


সে তো  বহু দিন হ'ল --


ছিলাম তখন "জ্যাকসন হোল" ||


আজ কে শুধু দূরের থেকে --


মেঘের মাঝে যাই যে একে --


বাই সন, মুশ, হরিণ, এলকে --


              মনের মাঝে সব-ই আছে ||


আকাশ থেকে পড়ল ঝরে  --


বরফ কণা মাথার পরে --


টিটোন শৃঙ্গ শুভ্র সাজে --


হেলান দেয় গগন মাঝে --


        নিদ্রা যেন না ভাংগে পাছে ||


পাহাড় সে তো নারীর মত --


দূরের থেকে দেখবে যত --


       কভু আশ না মিটে ||


সবাই তারে দেখছে জানে --


কারো কথাই  নেয় না কানে --


মুখে যেন মোনালিসা র হাসির ছিটে ||