ঈশাবেলা


ওগো! ঈশাবেলা!


তোমাতে-আমাতে--
আজিকে নিভৃতে  করিব খেলা--
এই শেষ-জীবনের কড়ি-খেলা--
নিশীথ বেলা||


সাজিয়েছি এই বাসর শয়ান--
অতীতের  সেই পারিজাতের ঘ্রাণ--
আকুল করেছে আমার পরাণ--
ঈশাবেলা আর তার গলার গান||


ও গো ঈশাবেলা!!
কে বলে তুমি যে একেলা!
এ জীবনে বাকি এখনও কতো যে খেলা!
ভুলেও কোর না গো মোরে অবহেলা||


ও গো ঈশাবেলা!
সারাদিন শুধু কর খেলা||
এ জীবন যেন রথের মেলা||
কোথায় যে যাবে ভেসে এই ভেলা||
ওগো! ঈশাবেলা!


ও গো ঈশাবেলা!
আজি এমন বাদল বেলা --
তুমিও একেলা --
      আমিও একেলা--
         কি করে বল করি খেলা ?


ও গো  ঈশাবেলা!
সেই  যে বিবাহ-বাসরে --
নীরবে ফুলশয্যার ঘরে--
     দু'জনে করেছি কতো খেলা ||