" দিয়ে গেনু হেমন্তের  এই গান খানি ---
বরষ ফুরায়ে  যাবে -- ভুলে যাবে জানি" ||


এমন রঙ্গিন দিন -- হায়! আর কী আসিবে কোনদিন ?


এমন নাতিশীতোষ্ণ বাতাস -- আবার  বহিবে কি সারাদিন ?


শরত শেষে আজ হেমন্তের মৃদুল হাওয়ায় --


সোনা- ঝরা এই গোধূলি বেলায় --


কেবলই মনে পড়ে যায় -- সেই ফেলে আসা রঙ্গিন দিন ||


কতো হাসি -- কতো খেলা --


আনন্দের-ই সারা বেলা ||


আকাশে পাখির খেলা -- ভরেছে আবার জন্ম দিন ||


শুধু ভালো থেকো --


আর মনে রেখ --


আমি তোমারে ই বেসেছি ভালো ওগো  "নিশিদিন" ||