"করবী" -- তুমি প্রভাত বেলা উঠিয়ে দিও!


আমার সকল ব্যথা মুছিয়ে দিও!


এই জীবনের ব্যর্থতাকে ভরিয়ে দিও!


যা কিছু মোর রইলো পরে--


নিও গো তারে তোমার করে--


বাদল ধারা যেমন ঝরে --


তোমার পাপড়ি-পরে||


এসেছিলাম ক্ষণিক আগে--


প্রভাত যেমন বিভাস রাগে--


ভরিয়ে দেয় অনুরাগে--


বিদায় ব্যথা শুধুই লাগে--


একলা রাতে এ প্রাণ জাগে||