নিঝুম রাতের তারা রা আমারে--


                                  চুপি চুপি কিছু কয়--


মনে মনে ভাবি রাতের আকাশ--


                             কতো যে রহস্যময় ||


নক্ষত্রের ক্ষীণ আলো--


দূরের থেকে কতো স্পন্দন জাগাল--


                     সে কী গো কম বিস্ময় ||


তারায় তারায় মন যে হারায়--


একলা রাতে কতো কী যে চায়--


                     তাই তো জীবন আনন্দময় ||


কতো ধুমকেতু -- কতো ছায়াপথ--


          সপ্ত-রশ্মি র সূর্যের রথ ||


ভোরের আকাশ তাই কি গো মায়াময় ?