আজিকে তুমি ঘুমাও বন্ধু !


         আমরা করবো কাজ --


আজিকে তুমি বড়-ই ক্লান্ত --


     আমরা গড়বো সাম্যের সমাজ ||


ভেদাভেদ হীন সেই যে সমাজ --


     অনন্তকাল করবে বিরাজ ||


আসবে যাবে নোতুন অধিরাজ --


   গুন্ডাবাজের নেই  কোন কাজ --


     আমরা  গড়বো  নোতুন সমাজ ||


ঈর্ষা-দ্বেষ ভুলেই তো আজ --


   খুশিতে সব পড়বে নমাজ ||


স্বপ্ন দিয়ে তৈরি যে দেশ --


     স্বাধীনচেতা মানুষরা বেশ --


          গড়বে তারা নোতুন পরিবেশ --


               বহিবে সেথায় আনন্দের রেশ ||


শুধু মনে রেখ --- আর চলে গেলে ফিরে দেখ --


চোখের জলে দিও বিদায় ||


আমার যা কিছু আছে -- সবই-তো দিয়েছি তব পায় --


যাবার বেলা দিনের শেষে -- পতাকায় ঢাকা গায় ||


বিশে জানুয়ারি, ২০২১