আমি তো শুনেছি কানে --


ভোরের পাখির গানে --


নূতন দিনের বার্তা বয়ে আনে ||


আমি তো দেখেছি চোখে --


গোধূলির আলোকে --


ভ্রমণের বার্তা পাখির পালকে ||


আমি তো নিয়েছি ঘ্রাণ -- এই নাকে --


কতো না কাজের ফাঁকে --


কে যে এসব মনে রাখে ||


আমি তো নিয়েছি স্বাদ -- এই জিভে --


জলের মতো পবিত্র -- কতো যে সজীবে --


মিলেছে কখনও মুখে -- কতো না নির্জীবে ||


আমি তো করেছি স্পর্শ -- এই হাতে --


কতো  প্রভাতে -- কতো না রাতে --


তোমারে বেধেছি আমারই দুই হাতে ||