যখন বাজবে রাত ন'টা --


          আমাকে উঠতে হবে --


তোমাকেও ফিরতে হবে --


           অনেক পথ যেতে হবে ||


অথচ এখন রাত ন'টা বাজলে  কোন তাড়া নেই--


অভিভাবক কেহ-ই নেই--


অযথা মিথ্যার কোন প্রয়োজন নেই ||


কতো না ঝড়ের রাতে --


একা-একা চলেছি টর্চ-হাতে--


তখন ছিলো না ফোনের আলো --


আঁধারে পথ দেখতে পাই নি ভালো ||


আজ জীবন সায়াহ্নে এসে --


ভাবি একা বসে বসে --


                      যে পথ এসেছি পেরিয়ে--


-- শুধু তোমায় ভালোবেসে--


                        সে তো কম নয়!


এ প্রেম সত্য-ই অক্ষয় ||