সাধ ছিল মোর  কতো কীজে
এই জীবনে করবো নিজে ||


কই সে হ'ল সাধের বাগান--
কেমনে বাধি মনের মত গান--
শুধু অকারণ অভিমানে ভিজে||


ভোরের  আলোয় উঠলো ফুটে--
আমার একলা রাতের আধার টুটে--
তোমার সজল চোখের চাহনিজে ||


স্বপ্ন ছিল সাজিয়ে দেব-- সবর্ণ অলংকারে--
মণিমুক্তা গাথবো তোমার ক্ন্ঠহারে--
সকল কাজ কি কেউ পারে নিজে?





















\