তুমি তা জানো না--


কতো না সোহাগে তোমারে জড়িয়ে থাকি --


নিবিড় আধারে বুকে তে বাধিয়া কেনো যে চাহিয়া থাকি ||


তুমি তা জানো না ||


তুমি তা জানো না --


কতো আঁখিজল -- ধুয়েছে কপোল --


ব্যথায় ভরেছে -- চোখের কাজল ||


তুমি তা জানো না ||


তুমি তা জানো না --


কতো না প্রয়াস মোর হয়েছে বিফল --


ক্ষণিকের সুখ -- ফিরিয়েছে মুখ --


দিনে দিনে শুধু -- জমেছে যে দুখ ||


বারে বারে মোর নারীত্বেরে করেছে বিকল ||


তুমি তা জানো না ||


তুমি তা জানো না --


কবে যে প্রথম -- করেছি কতো যে হোম --


শুধু এক সন্তানের জন্ম  দিতে আজ আমি অক্ষম ||


তুমি তা জানো না ||


[সহোদরা-প্রতিম সুনন্দা-র স্মৃতিতে, লুপাস-এর শিকার]