বাংলা ভাষা বন্ধ করবে,
বাঙালির কন্ঠ চেপে ধরবে,
ছিল জালিমের পণ।
বাংলা ভাষা ভুলতে হবে,
উর্দুতে সুর তুলতে হবে,
মানেনি বাঙালির মন।


ছাত্ররা তাই এক জোটে,
মাতৃভাষার পক্ষে ছোটে,
ফেরাতে  মায়ের ভাষা।
যেই ভাষাতে মায়ের সাথে,
শত স্বপ্নের মাল্য গাঁথে,
জুড়ায় মনের আশা।


বাংলা ভাষায় কথা বলবো,
বাংলা ভাষায় গান শুনবো,
চায়নি হায়েনার দল।
ছাত্রের দিকে রাইফেল তুললো,
কুকুরের মত গুলি ছুড়লো,
নামালো রক্তের ঢল।


রফিক,বরকত,জব্বার,সালাম,
তাঁদের জন্যই বাংলা পেলাম,
বিশ্বে নতুন করে।
অহিউল্লাহ আর শফিউর মিলে,
বাংলা ভাষার পরিচয় দিলে,
রাখবো সবাই ধরে।


ভাষার শত্রু আসলে ফিরে,
ধরলে মোদের আবার ঘিরে,
ভাঙবো তাদের দাঁত।
বীর বাঙালি সকল তরুণ,
শত্রুর বুকে তপ্ত অরুণ,
ঘোচাবো অন্ধ রাত।
★***************************★
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
তাং ২৭-০৪-১৯ ইং রাতঃ ১২.৫০ মিঃ
salimraza242@gmail.com
শাহজাদপুর, সিরাজগঞ্জ।