এখন আমি বিমান চালাই, দূর আকাশে ছুটে,
প্রিয়তমা নিয়ে ঘুরতে যাবো, ভাগ্যে নাহি জোটে।


ছিল ধরায় প্রাণের প্রিয়সী, এখন সে স্বর্গবাসে,
আমার দুঃখে কাঁদে সেথায়, আমার সুখে হাসে।


যাবার বেলায় প্রিয়সী আমার, মুখ লাগিয়ে কানে,
বলেছিল তুমি আবার বিয়ে, করিও অন্যখানে।


কথাটা শুনে হৃদয়ে আমার, পরে কান্নার রোল,
পারবোনা আমি গ্রহণ করতে, অন্য নারীর কোল।


তারচেয়ে ভালো নাও প্রভু, প্রাণের প্রিয়ার সাথে,
একইসাথে থাকবো দু'জন, সেথায় দিনে রাতে।

কথার ছলে প্রিয়ার ঠোঁটে, শুকনো হাসির ঝলক,
আমার পানেই চেয়ে প্রিয়ার, বন্ধ হল পলক।


যে চোখেতে প্রেমের জোয়ার, থাকতো নিত্য ভরা,
সেই চোখে আজ ভাটার টানে, লাগলো করুণ খরা।

যে হাত আমায় খুঁজতো সদা, আলো অন্ধকারে,
সেই হাত আজ নিরব পরে, একটুও নাহি নড়ে।


যে পা দু'টো চঞ্চল ছিল, আমার প্রেমের পথে,
সে পা দু'টোও নিশ্চুপ পরে, পরপারের রথে।


কাঁচা সোনা রুপের গড়ন, ছিল না কোথাও খাদ
তার বিদায়ের করুণ ক্ষণে, চোখে নাহি মানে বাঁধ।


ছিল জীবন সুখের রাজ্য, আজ হল মরুভূমি,
ওপারে গিয়েও থেকো ভালো, প্রাণের প্রিয়া তুমি।


রইলাম আমি অধীর আশায়, তোমার পানে যেতে,
সেথায় আবার দু'জন মিলে, উঠবো প্রেমে মেতে।
★*****************************************★
রচনাকালঃ  প্রথম অর্ধাংশ রচিত হয়েছে, ভৈরব থেকে নরসিংদী বাস ভ্রমণকালীন। শেষাংশ রচিত হয়েছে, ঘোড়াকান্দা, ভৈরব, কিশোরগঞ্জ। তাং ০৫-০৭-১৯ ইং
ই-মেইল= salimraza242@gmail