কামারকে যদি লোহা ধরতে বারণ করা হয়,
কুমারকে যদি মাটি মাখতে নিষেধ করা হয়।


মাঝিকে যদি বৈঠা বাইতে বারণ করা হয়,
রংমিস্ত্রিকে যদি রং ছুঁতে নিষেধ করা হয়।


পাইলটকে যদি আকাশে উড়তে বন্ধ করা হয়,
নাবিককে যদি সাগরে যেতে বাঁধা দেওয়া হয়।


ধর্মভীরুকে যদি ধর্ম পালনে বাঁধা দেওয়া হয়,
সৎ ব্যাক্তিকে যদি মিথ্যে অপবাদ দেওয়া হয়।


এগুলো ভাই কোনদিনই সঠিক কাজ নয়,
এগুলো অসৎ মানুষের হিংসা থেকেই হয়।


তাই এসব কখনোই সফল হওয়ার নয়,
আর এসব কখনোই মেনে নেওয়ার নয়।


ভৈরব- ০১-০৬-২৩