আল্লাহতে যার ঈমান আছে,
         সে কি ঘোরে বেইমানের পিছে?
আল্লাহতেস যার বিশ্বাস আছে,
          সে কি মিশে শয়তানের ভিড়ে?
দিনে রাতে ভাবে শুধু, কিসে খুশি আমার প্রভু,
           থাকবো যে সেই কাজে........।


রসুলে যার ঈমান আছে,
           সে কি চলে ভ্রান্ত পথে?
রসুলে যার ভক্তি আছে,
           সে কি চলে ভিন্ন মতে?
সকাল,বিকাল ভাবে শুধু, রসুল নামে আছে মধু।
           চাইনা কিছু আর.........।   (ঐ)


ইসলামে যার বিশ্বাস আছে,
         প্রভুর নাম তার সকল কাজে।
ধর্ম বিনে সকল কিছু,
          তার কাছে সবই মিছে।
দ্বীনের পথে চলতে চলতে, আল্লাহ,নবী বলতে বলতে।
          মরতে সে যে চায়..........।  (ঐ)