যদি দেখার ইচ্ছে হয়, খোলো মনের জানালা,
দাড়িয়ে আছি আজও,নিয়ে প্রেমের পেয়ালা।


তোমার হাত দুটি বাড়িয়ে, নিও বুকেতে তুলে।
আমি তোমার হয়ে যাবো, সব অভিমান ভুলে।


ঝরা ফুলের মতো আমায়, রেখো না আর ফেলে।
আমি তোমার হয়ে আছি, দেখো চোখ দুটি মেলে।


পাবে হাজার প্রেমিক তুমি, তোমার চারিপাশে।
আমার মতো পাবে নাকো,যে তোমায় ভালোবাসে।


হৃদয়ের টান বুঝলে তুমি,হাত দুটি এসে ধরো।
পাহাড়ের ঐ ঝর্ণা হয়ে,আমার বুকেতে ঝরো।


প্রেম বাগানের পাখি হয়ে, আমার আকাশে উড়বে।
আদর সোহাগ গায়ে মেখে, ইচ্ছে মতো ঘুরবে।


আমায় শুধু সাথে রেখো, দেখবো দু-চোখ ভরে।
আসুক যতই দু:খ বিপদ, রাখবো সদায় ধরে।


দু-জন মিলে পাড়ি দিব, প্রেমের মহা সাগর।
একসঙ্গে মিলেমিশে, গড়বো সুখের বাসর।


ভৈরব, কিশোরগঞ্জ।
২০ নভেম্বর -২৩