গাড়িয়াল ব্যাটা চাবুক মারে,
ঘাড়ের উপর বসে।
অসহায় গরু হাম্বা ডাকে
খুর গুলো যায় খসে।


পিঠের উপর মস্ত বোঝা
দিতে হবে পথ পাড়ি।
মহাজন বাড়ি পৌঁছতে হবে
নইলে পাছায় বারি।


পেটে নাই কোন ঘাস জল,
শরীরে কমছে বল।
গাড়িয়াল ব্যাটা হুংকার ছাড়ে
চল চল দ্রুত চল।


গর্দভ গরু খুঁজে পায়না কূল
চলবে নাকি মরবে ?
পুরনো বসত ছেড়ে কী তবে
অন্য জীবন গড়বে ?