তোমাদের নাহি বলে
যদি আমি যাই চলে,
ক্ষমা করে দিও সকলে
রেখোনা দাবির দখলে।


জীবনের বাতি জ্বলে
গহীন আঁধার তলে ,
বেলা চলে যায় অবেলায়
সন্ধ্যা নামে যে খেলায়।


কেউবা জীবন খোঁজে
জীবনের মানে বোঝে,
কেউবা দূরন্ত চলে
নফসের দোলাচালে।


আমি চলি কোন পথে
ভুল কী সঠিক মতে,
ক্ষমা চাই আমি আজ  
প্রভু,হাশরে দিওনা লাজ।