বিধাতা ডাকিলেন ফেরেস্তাদের, বলিলেন শোন সবে,
সৃজিব আমি মানব জাতীকে, শক্ত মাটির ভবে।
বলিলেন সবে স্রষ্টার তরে, কিবা আছে এর দাম ?
মোরা তো সবে নত মস্তকে, ঝোপিতেছি তব নাম।


মানব জাতী ধরার মাঝে, করিবে ফ্যাসাদ সৃষ্টি,
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিবে, ঝড়াবে রক্ত বৃষ্টি।
বলিলেন রব আমি যা জানি, জান না তোমরা তাহা,
সৃজিব আমি মৃত্তিকার আদম, চেয়েছে মনেতে যাহা।


সৃজিয়া স্রষ্টা আদম নবীকে, রাখিলেন জান্নাত মাঝে,
আদমের মনে শান্তি বাড়াতে, হাওয়াকে সৃজিলেন সাথে।
একটি ভুলের কারনে তাদের, নামালেন অবনী মাঝে,
অনেক কাঁদিয়া সংসার গড়িলেন, বংশ বাড়িলো তাতে।
=============================
শব্দার্থঃ সৃজিব=সৃষ্টি করিব, মৃত্তিকা=মাটি, অবনী=পৃথিবী,  আদম=পৃথিবীর প্রথম পুরুষ।   হাওয়া=পৃথিবীর প্রথম নারী।


রচনাকালঃ ৩০-০৫-২০০৯ ইং। ( নিজ পিত্রালয় )।
শাহজাদপুর-সিরাজগঞ্জ। ( প্রকাশিত )