পদ্মার বুকে লঞ্চে বসে চারপাশে দেখি চেয়ে,
উন্নয়নের ব্যাপক ছোঁয়ায় দুই পাড় গেছে ছেঁয়ে।
পদ্মার মাঝি দাড় বেঁয়ে যায় শান্তির গান গেয়ে,
স্বপ্ন মোদের পূরণ করলো টুঙ্গিপাড়ার মেয়ে।


দারুণ গতিতে চলছে এগিয়ে পদ্মা সেতুর কাজ,
দুই পাড়ে সব মানুষের মনে নতুন যুগের সাঁজ।
এভাবেই চলুক সারাটা দেশে উন্নয়নের রাজ,
আছে যারা নিন্দাকারী জাগুক তাদের লাজ।


আসুক যতই বাঁধা বিপত্তি কিংবা বিদেশি চাপ,
বাংলাদেশ এগিয়ে যাবেই একের পর এক ধাপ।
সারা বাংলার প্রতিটি কোনায় লাগুক সেই ছাপ,।
বাঙালি মোরা জয় করবো শান্তি সুখের কাপ।


শূন্য থেকেই শুরু এদেশটা ছিল পুঁজি রক্ত,
অল্প অল্প করেই মোদের ভীত হয়েছে শক্ত।
লক্ষ কোটি সন্তান মোরা বাংলা মায়ের ভক্ত
বিশ্বের বুকে থাকবে টিকে বাংলা মায়ের তক্ত।
****************************************
লেখার স্থানঃ পদ্মা নদীর পাড়, মাওয়া ঘাট।
তাং- ০২-০৪-১৯ ইং