তৃষ্ণার্ত পথিক খুঁজে ফেরে সদা সুপীয় জলধারা,
তৃষ্ণার যন্ত্রণায় ক্ষণে ক্ষণে যেনো সে পাগলপারা।


জিহ্বাটা শুকিয়ে চৈত্র মাসের ফাঁটা চৌচির মাঠ,
ক্ষণে ক্ষণে হায়! নিভে যেতে চায় জীবনের পাঠ।


দূর পানে চেয়ে দেখে চিকিমিকি করে কত জল,
দ্রুত দৌড়ে কাছে গিয়ে দেখে সব মরিচীকার ঢল।


বেদিশা হয়ে খুঁজে ফেরে জল নিজের চারপাশ ঘুরে,
জাগে মনে আশা ঐ দেখা যায় জলধারা বুঝি দূরে।


আবারও পথিক ছুটে চলে তাই অন্য পানে ধেয়ে,
ভাঙে পথিকের মন ও প্রাণ জলধারা নাহি পেয়ে।


তবু পথিক থাকে নাকো থেমে ছুটে চলে ভিন্ন পথে,
খুঁজে বেড়ায় শুধু জলের ধারা নিজের স্বপ্ন রথে।


পায়না পথিক তবু খুঁজে হায়! জলধারা কোন খানে,
জলধারা খুঁজতে পায়না খুঁজে তার জীবনের মানে।


হতাশায় পথিক বিনয়ের সাথে স্রষ্টার পানে চায়,
আকাশ ফেটে তাই বৃষ্টি ধারা ঝরে পড়ে তার গায়।
★*************************************★
লেখার স্থানঃ দূর্জয় মোড়, ভৈরব, কিশোরগঞ্জ।
সময়ঃ ১১.৫৫ মিঃ তাং-১৮-০৪-১৯ ইং,
ই-মেইলঃ salimraza242@gmail.com
শাহজাদপুর,  সিরাজগঞ্জ।