বন্ধু আর দেখাইও না, তোমার রুপেরও ডালি,
আমার গায়ে ছেঁড়া জামা, মুখে মাখা কালি।
তোমার গায়ে জামদানী, আমার জামায় তালি,
বন্ধু আর দেখাইও না তোমার রুপেরও ডালি।...... (ঐ)


চোখটা তোমার মায়া ভরা, মুখটা চাঁদের ফালি,
তোমার রুপের বাগানেতে, আমি প্রেম মালী।
তুমি বিনে এ মনও প্রাণ, লাগে খালি খালি,
বন্ধু আর দেখাইও না, তোমার রুপেরও ডালি...... (ঐ)


তুমি থাকো রাজপ্রাসাদে, মহা সুখের ভিড়ে,
আমি কাটাই দিন রাত্রি, নদীর খোলা তীরে,
তবু তোমায় পেলে আমি, প্রেম দিব ঢালি,
বন্ধু আর দেখাইও না, তোমার রুপেরও ডালি......(ঐ)


আমার যত স্বপ্ন আশা, সবই তোমায় ঘিরে,
ধন্য হবে মানব জীবন, আসো যদি ফিরে।
তোমার আশায় বসে আছি, প্রেম প্রদীপ জ্বালি,
বন্ধু আর দেখাইও না, তোমার রুপেরও ডালি........(ঐ)