গাঁয়ের নদী
মোঃ সেলিম হোসেন


সবুজ মাঠের পাশে
ছোট নদী বহে,
হাসি কান্নার কথা
যেনো সদা কহে।


আঁকা বাঁকা পথ ধরে
ভাটি মুখী ধায়,
ঝিরিঝিরি জলধারা
কলকলে গায়।


আষাঢ়ের ডাক শুনে
জোর নিয়ে ছুটে,
অতি ধারে মাঠ থেকে
আশা নেয় লুটে।


শরতের কালে জল
নীচে নেমে যায়,
বালুচর কাশফুলে
নব শোভা পায়।


খরা এলে ঝিরিঝিরি
চলে ছোট নদী,
বছরের প্রতি মাসে
বহে নিরবধি।