চল্লিশ নাকি ফিরে তাকানোর বয়স
ফেলে আসা পথের ধুলোর পানে,
আনন্দ-বেদনার স্মৃতি হাতড়ানে।


চল্লিশ নাকি পূর্ণতার বয়স
মেধা,অভিজ্ঞতা আর সৃজনে,


চল্লিশ নাকি পড়ন্ত বিকেলের পদধ্বনি,
নশ্বরের যবনিকা অবিনশ্বরের হাতছানি।


চল্লিশে আসে যশ-খ্যাতি জয়গান
কখনোবা বুক ফুঁড়ে দীর্ঘশ্বাসের টান।


চল্লিশে স্বপ্নের বীজ বন্ধ্যা হয়,
চল্লিশে উদ্দীপনার হয় ক্ষয়!
চল্লিশে এসে উপলব্ধি হয়
চল্লিশকে জয় করা সহজ নয়।